মাধবপুর প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগর নামক স্থানে ট্রাক ও বাসের সংঘর্ষে খালেক মিয়া (৪২) নামে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। গুরুতর আহদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ওইদিন সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো -ন-১৫-৯১১৯) বাখরনগর এলাকায় গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে ঘুড়ে যায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ গাড়ীতে থাকা কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার তেলিয়াগান্দি গ্রামের চাঁদ আলীর ছেলে খালেক মিয়া ঘটনাস্থলেই মারা যান।
আহত ইউনুছ আলী (৪১) ও লিচু মিয়া (৪৪ কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছে।
Leave a Reply