মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা-বাগানের শ্রমিক কলোনিতে দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেঙ্গাডোবা গ্রাম থেকে সিরাজ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৬) কে গ্রেপ্তার করা হয়।
এর আগে গেদু মিয়ার ছেলে কুতুব উদ্দিন (৫০) ও কাশিপুর গ্রামের তাহের মিয়ার ছেলে মনু মিয়া (২২) কে গ্রেপ্তার করে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশ এ ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে নোয়াপাড়া চা-বাগানের মাঠটিলা এলাকায় চা শ্রমিক কলোনিতে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে নারীসহ ১০ জনকে আহত করে ও লুটপাট চালায়। জুয়া খেলা ও মাদক সেবনে বাধা দেওয়ায় এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়।
Leave a Reply