নিজস্ব প্রতিবেদকঃ
মাগুরা প্রতিনিধি ।।
মহম্মদপুর সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টা থেকে শুরু হয়েছে মহম্মদপুর ইউনিয়নের গণটিকাদান কার্যক্রম।লম্বা লাইনে দাড়িয়ে নারী-পুরুষ সকলের টিকাদান কেন্দ্রে টিকা নিতে এসেছেন।
দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে সদরের বালিকা বিদ্যালয় টিকা কেন্দ্রে ৩ টি বুথ স্থাপন করে টিকাদান চলছে।
একাজে পুলিশের পাশাপাশি বাংলাদেশ কৃষকলীগের মহম্মদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ একটি স্বেচ্ছাসেবক টিম হিসেবে সাধারণ মানুষকে সহযোগীতা করছেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল,সহকারি কমিশনার (ভূমি) জনাব মোঃ দবির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা টিকাদান কর্মসূচি মনিটরিং করছেন।
Leave a Reply