মোঃ রিফাত পাটোয়ারী (মতলব দক্ষিণ) চাঁদপুরঃ
মতলব দক্ষিণ উপজেলায় ধর্ম মন্ত্রনালয়ের অধীনে ২০২০-২০২১ অর্থ বছরে ৫৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় ২০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৪ আগস্ট মতলব উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমদা হকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ আজিজ বাবুল। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply