মোঃ রিফাত পাটোয়ারী মতলব দক্ষিণ,(চাঁদপুর) প্রতিনিধিঃ
“এই ধরিত্রীর তপ্ত বায়ু, পরিবর্তিত জলবায়ু,বৃক্ষরোপণে অনাগত সন্তানের জন্য অঙ্গিকার শুদ্ধ বায়ু” স্লোগানে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
অদ্য ১৬ আগস্ট,রোজ সোমবার, ২০২১ খ্রি. চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে সেচ্ছসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম এর উদ্যোগে সবুজ পরিবেশ ও বিরূপ জলবায়ু পরিবর্তন নিশ্চিত করণে নারায়ণপুর ব্লকে শতাধিক ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
সেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম এর সহ-সভাপতি নাজমুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সোহরাব হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন কাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজ আহমেদ, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী আব্দুর রহমান মানিক, মাসুদ প্রধান, মামুন খান, সাধারণ সম্পাদক রিয়াদ প্রধান, নারায়ণপুর ব্লক পরিচালক মোঃ আল-আমিন মিয়া, সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ফোরামের এসব জনহিতকর কাজের ইতিবাচকতা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে সমাজে নেতৃত্ব প্রদানের লক্ষ্যে সদস্যদের নৈতিক গুণে গুণান্বিত হওয়ার পরামর্শ প্রদান করেন।
এ সময় বক্তরা বললেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফল, ফুল, কাঠ, অক্সিজেন, ছায়া- এ সবকিছুই আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। আর্থিক সুবিধার কথাই ধরা যাক। তাই আসুন আমরা বেশি বেশি করে বৃক্ষরোপন করি সুন্দর একটি দেশ গড়ি।
এমন ভবিষ্যৎমুখী কাজ ফোরামের শুভাকাঙ্ক্ষী, কর্মী ও সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত বাস্তবায়ন করা সম্ভব হতো না। এজন্য লোটাস-বাড চ্যারিটি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকলের প্রতি তাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply