মোঃ রিফাত পাটোয়ারী (মতলব দক্ষিণ) চাঁদপুর ঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদ হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমসহ অন্যান্য উপজেলা কর্মকর্তাবৃন্দ। পরে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply