শহিদুল ইসলাম খোকন:
চাঁদপুরের মতলব উত্তর সম্পত্তির ভাগ চাওয়াতে সম্পত্তির ভাগ না দিয়ে বরং হত্যার হুমকি দিয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। ৮ আগষ্ট মতলব উত্তর উপজেলার দক্ষিণ ঠেটালিয়ায় গ্রামের বোরহান উদ্দিন মোল্লা বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দাখিল করে।
অভিযোগ সূত্রে জানা যায়, বোরহান উদ্দিন মোল্লা দীর্ঘ ৩০ বছর সৌদি প্রবাসী ছিলেন। প্রবাস থাকা অবস্থায় ৩ ভাই আলাউদ্দিন, সালাউদ্দিন, নাসির এবং ২ বোনদের লেখাপড়া করিয়েছে। ২ ভাইকে বিদেশে নিয়েছে ও ২ বোনকে বিবাহ দিয়েছে। তাছাড়া বাবার নামে ৩২ শতাংশ জমি কিনে দিয়েছে।
বোরহান মোল্লা প্রবাস থেকে দেশে আসার পর একেবারে বেকার হয়ে গেলে বিপাকে পরে তার পরিবার।
এ অবস্থায় ঠেটালিয়া বাজারে তাদের ১২ টি দোকানের মধ্যে আমি ১ টি দোকান চাইলে বাবা দিতে চাইলেও ভাইদের প্রবনচনায় পরে দোকান না দিয়ে উল্টাপাল্টা কথা বলে ও হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে অভিযোগকারী বোরহান উদ্দিন মোল্লা বলেন, আমার পিতা দোকান ও সম্পত্তির ভাগ দিতে চাইলেও ৩ ভাইদের কুপরামর্শ শুনে আর দেয়না। এমনকি আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমার পরিবারে জেল খাটিয়েছ। আমি সম্পত্তির ভাগ চাইলে আমার ভাইয়েরা আমাকে মারধর করতে চায় ও হত্যার হুমকি দেয়।
আমি পারিবারিক ও সামাজিক ভাবে মিমাংসার চেষ্টা করোর চেষ্টা করলেও কোন ফল পাইনি। আমার ভাইয়েরা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ও সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তালবাহানা করছে।
আমার দাবী ভাইদের মতো বাবর সম্পত্তির সমপরিমাণ ভাগ দিতে হবে এবং আমার পরিবারের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
এ বিষয়ে মাতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান কামাল বলেন, বোরহান উদ্দিন মোল্লা একটি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply