আলহাম রবিন।
আমি ভুলে যাই বলেই তোমাকে ভালোবাসি।
ভালোবাসি বলেই তোমাতে হারাই
হারিয়েছি বারংবার।
মগ্নতায় ডুবে থাকি প্রজন্ম থেকে প্রজন্মে চিরন্তন।
আমি ভুল করি ভুলে ভরা জীবন
আমায় টেনে হিচরে নিয়ে যায়।
অতল গহিনে।
এখানে অন্ধকারে শূন্যতাই
আমার প্রাপ্তি।
মগ্ন হয়ে খুঁজছি শূন্যতায় ভালোবাসা।
Leave a Reply