কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
অতি ও ভারী বৃষ্টির কারণে পাহাড় থেকে ধস নেমে অবরুদ্ধ বাংলা ও সিকিম রাজ্যের যাওয়ার জাতীয় সড়ক। এবং এই ধসের কারণে একটি অটো চাপা পড়ে ধসের মধ্যে সেখানে কালীমন্দির এর কাছে এক ভারতের সামরিক বাহিনীর সদস্য র মৃত্যু হয়। এবং সেবক কালিঝোরার মধ্যে, ১০,নম্বার, জাতীয় সড়ক পথে অবরুদ্ধ হয়ে বিচ্ছন্ন বাংলা ও সিকিম রাজ্যের যাওয়ার সব রাস্তা। তবে ধস নেমে যাওয়া রাস্তা থেকে মাটি ও পাথর সরিয়ে দিতে রাস্তায় নেমেছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা ও স্থানীয় মানুষজন। এই ধসের কারণে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পড়েছে পন্যে বোঝাই শত শত ট্রাক ও গাড়ি। তবে যুদ্ধ কালিন তৎপরতায় রাস্তা থেকে ধসের মাটি ও পাথর সরিয়ে দিচ্ছে।।
Leave a Reply