মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল ভারতে দোল পূর্নিমা উৎসবের সরকারী ছুটি থাকায় আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দর, কাস্টমস এর কর্যক্রম এবং পাসপোর্ট যাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে।
সোমবার সকাল থেকে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে মঙ্গলবার থেকে আবার সচল হবে বলে জানা গেছে।
তবে ভারতের পেট্রাপোল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন দোলযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি ধর্মীয় উৎসব। বসন্তের এই উৎসবটি হোলি নামে পরিচিত। অশূভ শক্তির বিনাশ হিসেবে হোলি উৎসব হয়ে থাকে প্রতি বছর। এই উৎসবের কারনে আমদানি রফতানি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত যেমন সিএন্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাক চালকরা নিজ নিজ ধর্মের এ উৎসব পালন করছে।
বেনাপোল চেকপোষ্ট কার্গো শাখার সুপার নাশিদুল হক বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা সোমবার আমদানি রফতানি বানিজ্য বন্ধ রেখেছে। ফলে সকাল থেকে এ পথে আমাদিন রফতানি হয়নি। তবে বেনাপোল বন্দরের পন্য খালাস ও কাস্টমস হাউজের শুল্কায়ন এর কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে।
চেকপোষ্ট ইমিগ্রেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, সোমবার দোল উৎসবে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
Leave a Reply