বিলাইছড়িতে ইউপি নির্বাচনে১১৭ জনের মধ্যে ১১৭ জনই বৈধ,বিনা প্রতিদন্ধীতায় ২ জন।
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি( রাঙ্গামাটি)প্রতিনিধি:-বিলাইছড়িতে ইউপি নির্বাচনে একশত সতের জনের মধ্যে ১১৭ জনই বৈধ এবং বিনা প্রতিন্ধীতায় ২ জন নির্বাচিত হয়েছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিস। বিনা প্রতিদন্ধীতায় ২ জনের মধ্যে একজন হলো ১ নং বিলাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চুয়ানলেই পাংখোয়া,অন্যজন হলো ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দয়া রঞ্জন চাকমা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়,নির্বাচনে মোট ১২১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সেখান থেকে একশত সতের জন মনোনয়ন পত্র জমা দিলে বাছাই পর্বে ১১৭ জনের বৈধ বলে জানা যায়।
তারমধ্যে ১ নং বিলাইছড়ি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন,সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭ জন, সাধারণ সদস্য পদে কুতুবদিয়ার ৩ নং ওয়ার্ডের বাবুলাল তঞ্চঙ্গ্যা সহ মোট ২৫ জন।
অন্যদিকে ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন।সংরক্ষিত সদস্য পদে ৮ এবং সাধারণ সদস্য পদে রূপ কুমার চাকমা সহ মোট ২৩ জন।
আর ৩ নং ফারুয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন।সাধারণ সদস্য পদে রত্নাকর তঞ্চঙ্গ্যা সহ মোট ৩৩ জন।
উপজেলার ৪ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নে নির্বাচন আগামী ১১ নভেম্বর। এই নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের নানা জল্পনা-কল্পনা। কে হবেন আগামী ৫ বছরের উন্নয়নের কর্ণধার।
নির্বাচিত করবেন ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এলাকার জনগন।
Leave a Reply