বাগেরহাট মোরেলগঞ্জ থেকে
মোঃগালিব খান
দু চোখ জেদিকেই ফিরাই সেদিকেই সুদু সুপারি আর সুপারি।রাতথেকেই বাজারে সুপারি নিয়ে আসেন বিক্রেতারা।সকাল পোহালে বাজার।সকাল হতে না হতেই সুপারিতে মাঠ পরির্পূনো।এবার সুপারির বাজার কিছুটা কম থাকলেয়ো গতবারের তুলনায় এবার সুপারির ফলন বেসি।সুপারির ছিজন আসলেই ব্যস্থসময় পার করেন ব্যবসাইরা সহ সকল ধরনের মানুষেরা।এবার সরবচ্ছ দাম ৭থেকে৮শত টাকায় বিক্রি হচ্ছে,মাঝলা সুপারি ৪ শত থেক৪/৫০টাকয় বিক্র হচ্ছে প্রতি কুরি।পরতা/বা গর সুপারি দেখা জায়না বাজারে।ফলন ভালো এবং দাম কিছুটা বৃদ্ধি থাকায় হাসি দেখা গেছে সাধারন মানুষের মুখে।দেখাগেছে খাধ,ঢোপের জন্য ক্রয় করে রাকছে অনেকেই।এরজন্য বাজারে সুপারির কিছুটা টান রয়েছে এরজন্য দাম বারতি দিয়ে ক্রয় করতে হচ্ছে চালান পাটিদের।বাজারে সপ্তাহ দুই পরেই চাপকমে আসবে সুপারির।অনেকের প্রায় অরদক সুপারি নেমে এসেছে তাই আগামীতে কিছুটা দাম বৃদ্ধি পাবার সম্ভবনা করছেন সুপারি বাগান মিলিকরা।
Leave a Reply