মোঃ মাসুদ রানা রাশেদ:
রোববার (৮ আগস্ট) বিকাল ৩টায় কালেক্টরেট কলেজিয়েট স্কুলে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর ও কালেক্টরেট কলেজিয়েট স্কুলের আয়োজনে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব উত্তম কুমার রায় এঁর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বক্তব্য রাখেন কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশিদুল আলম প্রামাণিক, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঁঞা, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদরের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply