আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধুর ভাষণ স্থলে নির্মিত ভাস্কর্যের সংস্কার করা হয়েছে। ভাস্কর্যটি বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী ১৫ আগষ্ট রোববার বিকেলে সংস্কার কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।
জানা যায়, ১৯৭০ সনে নির্বাচন উপলক্ষে সারা দেশে সফর করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর ধারাবাহিকতায় নওগাঁ মহকুমার আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ২৬ অক্টোবর ১৯৭০ তারিখ সোমবার সকাল আট টায় ট্রেন যোগে এই আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে পরিচয় করে দিতে আসেন বঙ্গবন্ধু। সেদিন আ’লীগ মনোনিত প্রার্থীকে পরিচয় করে দিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন আমার দেয়া প্রার্থীকে বিজয়ী করা মানে আমাকে বিজয়ী করা। ২০১৭ সনে প্রয়াত এমপি ইসরাফিল আলম স্থানটিতে বঙ্গবন্ধুর এ ভাস্কর্য নির্মাণ করেছিলেন।
ইউএনও ইকতেখারুল ইসলাম জানান, চলতি বছরের ফেব্রয়ারী মাসে আত্রাইয়ে যোগদান করে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি অরক্ষিত অবস্তায় দেখতে পাই। মাননীয় সাংসদ ও জেলা প্রশাসক স্যারের পরামর্শে আজ এর সংস্কার করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, এসিল্যান্ড মনজুরুল আলম, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ফরিদা পারভিন, আ’লীগ সম্পাদক আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল উপস্থিত ছিলেন।
Leave a Reply