ফুলপুরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম-র শুভ উদ্বোধন
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় আজ শনিবার সকাল ১১ ঘটিকায় ফুলপুর পৌরসভা কার্যালয়ে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিস জনাব শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব,পৌর মেয়র শশধর সেন,
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন
আবাসিক মেডিকেল অফিসার, ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্যকর্মিগন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ডঃ প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে।এটা খুবই আনন্দের খবর। সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে জন্ম সনদ নম্বর দিয়ে এখন থেকে টিকার জন্য নিবন্ধন করা যাবে। যেসব শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে তাদের ২ সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। ধাপে ধাপে অন্যান্য জায়গায় স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মোঃকামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি
Leave a Reply