মোঃকামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি।
ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুৃষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণশেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ গ্রামাউসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক নূরুল আমিন, নাজিম উদ্দিন, এটিএম রবিউল করিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখা নির্বাহী সভাপতি হামিদুর রহমান।
Leave a Reply