মোঃশফিকুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ
মহামারি করোনা দেশজুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সাধারন মানুষের জীবন ও জীবিকা সংকটাপন্ন। একের পর এক শনাক্ত ও প্রাণহানির রেকর্ড গড়ছে।
ঠিক সেই মুহূর্তে বিশ্ব মানবতার জননী সফল প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার নির্দেশানুযায়ী মানবতার সেবায় নিবেদিত প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের স্মরণে গঠিত আলহাজ্ব মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন এর উদ্যোগে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি’র নির্দেশক্রমে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে, করোনা রোগীর অক্সিজেন চাহিদা মেটাতে অক্সিজেন কনসেনস্ট্রেটর প্রদান করেন আলহাজ্ব মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন।
রবিবার ০১/৮/২০২১ দুপুরে এমপি তানভীর শাকিল জয়ের নির্দেশক্রমে এবং আলহাজ্ব মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন এর সহযোগিতায় কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুলের নিকট এই মেশিন হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা আঃলীগের সভাপতি শওকত হোসেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার দেবব্রত রায়, মেডিক্যাল অফিসার ডাক্তার শাহিনুর আলম সবুজ, ডাক্তার কামরুল ইসলাম, উপজেলা ছাএলীগের সভাপতি রাজু আহমেদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ প্রমুখ। এ অক্সিজেন মেশিন উপহার দেওয়ার জন্য এমপি জয় মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্রের স্বাস্থ্য ও পঃপঃকর্তা ডাক্তার মোমেনা পারভীন জানান , দিন দিন করোনা সংক্রামন বাড়ছে। এই মুহূর্তে কাজিপুরের করোনারোগিদের চিকিৎসার জন্য অক্সিজেন সবচেয়ে বেশি প্রয়োজন। করোনারোগিদের এখন থেকে অক্সিজেন চাহিদা মেটাতে এটা সহায়তা করবে। বিদেশি তৈরি এ অক্সিজেন কনসেনস্ট্রেটর নিজে নিজেই পানির মাধ্যমে অক্সিজেন তৈরি করবে এবং রোগীরা তা ব্যবহার করতে পারবে। মানুষের জীবন বাঁচাতে এ উপহার সহায়তা করবে।
Leave a Reply