মোঃ সোহাগ আরেফিন ( নাটোর প্রতিনিধি)
নাটোরের সিংড়া এবং বড়াইগ্রামে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে ২ জন নিহত হয়েছেন।সিংড়া বস্তা( ব্যাশ) ব্রিজের পাশে নাটোর গামী ট্রাকে পিষ্ট হয়ে আজাহার আলী (৭০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সে কলম গ্রামের আকবর আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ট্রাক ড্রাইভার ও হেলপার কে আটক করে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভ্যানটি ট্রাকটিকে ওভারটেক করার সময় পিষ্ট হয়ে ঘটনা স্থানে ভ্যান চালক মারা যান।
অপরদিকে নাটোর সিরাজগঞ্জ মহাসড়কের বড়াইগ্রাম থানাধীন লাথুরিয়া নামক স্থানে চুয়াডাঙ্গাগামী ট্রাক রেজিঃনং চুয়াডাঙ্গার- ট -১১-০৩১৬ গাড়িটি বিকল হওয়ায় গাড়ির অজ্ঞাত নামা হেলপার গাড়ির পিছনের থাকাকালে ঢাকা থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক যার রেজিঃ নং- ঢাকা মেট্রো -ট -২৪-২৫১৬ এর অজ্ঞাত নামা চালক দ্রুত গতিতে ট্রাক চালিয়ে সামনে থাকা বিকল ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে সামনে থাকার ট্রাকের হেলপার চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উভয় ট্রাক বোনপাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
Leave a Reply