সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) ।
নওগাঁর ধামইরহাটে ভগ্নিপতির বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চকচৈতন্যপুর গ্রামে এঘটনা ঘটেছে। পরে শ্যালিকা বাদী হয়ে ভগ্নিপতির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক জুয়েল হোসেনকে আটক করে।
ধামইরহাট থানায় অভিযোগ সূত্রে জানাগেছে,ইশবপুর ইউনিয়নের অন্তর্গত চকচৈতন্যপুর গ্রামের জুয়েল হোসেন এর শ্যালিকা সাহিদা বেগম (২১) গত শনিবার বিকেলে দুলাভাইয়ের বাড়ীতে বেড়াতে আসে। রাতে খাওয়ার পরতার শ্যালিকা অন্য ঘরে ঘুমাতে যায়। রাতে ভগ্নিপতি জুয়েল হোসেন জোর পূর্বক শ্যালিকাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে শ্যালিকা বিষয়টি তার পরিবারকে জানানোর পর থানায় মামলা দায়ের করে। জুয়েল হোসেন চকচৈতন্যপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন বলেন, বাদীর লিখিত অভিযোগটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হিসেবে গ্রহন করা হয়েছে। এবং রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ভগ্নিপতি জুয়েল হোসেনকে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। নির্যাতিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply