সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ)।
নওগাঁর ধামইরহাটে বিষপানে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত মানপুর গ্রামের মৃত বিশু মন্ডলের ছেলে হোসেন (৩২) গত রবিবার রাত ৯ টার দিকে নিজ বাড়ী থেকে বাহিরে বের হয়। দীর্ঘ সময়ে বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খুজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পার্শে ছোট যমুনা নদীর পূর্ব পাশে বাঁধের উপর অঙ্গান অবস্থায় পড়েছিলো। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়া হলে সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিকিৎসক জানিয়েছেন সে বিষ পান করেছিল। এক ছেলের জনক রুবেল হোসেন পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। এক দুর্ঘটনার পর থেকে সে মানসিক রোগে ভোগছিলেন।এ থেকে সে আত্নহত্যা করতে পারে।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মমিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply