সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালিন গাঁজা সহ দু’ই মাদক সেবী ও ব্যবসায়ীকে আটক করেছেন অভিযানিক দল।
মঙ্গলবার ১৭ আগষ্ট সন্ধ্যার পর উপজেলার আড়ানগর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করে ধামইরহাট থানায় মাদক মামলা দায়ের করা হয়, মামলা নং-৩৫, তাং-১৭-০৮-২১। গত ১৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে ধামইরহাট থানার এস আই মোঃ নাজমুল হক, এ এস আই মোঃ মাহবুব সহ ফোর্স নিয়ে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে গোকুল গ্রামের মোঃ জয়নাল হোসেনের ছেলে মোঃ রাজু (২৩) ও একই ইউনিয়নের আরজি আড়ানগর গ্রামের আঃ খালেক এর ছেলে হাসিনুর রহমান (৩২) কে ৯০ গ্রাম গাঁজা সহ আটক করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে, মাদকে জিরো টলারেন্সে আনতে থানা পুলিশ ২৪ ঘন্টা কাজ করছে, মাদক বিরোধী অভিযান সফল করার জন্য জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। তা হলেই সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব হবে।’ ধৃত ব্যক্তিদ্বয়কে পরের দিন ১৮ আগষ্ট জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply