এএফপি: করোনা মহামারিতে আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ দক্ষিণ আফ্রিকা। কিন্তু দেশটিতে এই মহামারি ঠেকাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া আন্তর্জাতিক মহলের সামনে তাঁর এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যদিও এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এই দুর্নীতির অভিযোগ উঠেছে ত্রাণকে কেন্দ্র করে। দেশটিতে লকডাউনের কারনে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সব পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু স্থানীয় সরকারের কর্মকর্তারা সেই ত্রাণ নিজেদের জন্য মজুদ বা বিক্রি করছেন।
Leave a Reply