নিজস্ব সংবাদদাতা ঢাাকা————-
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে ৩ হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
আজ রাতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে এ কথা বলেন।সারা দেশে নির্বাচন কমিশনের ৮টি আঞ্চলিক নির্বাচনী কার্যালয় রয়েছে। রংপুর অঞ্চলে মনোনয়নপত্র জমা পড়েছে ৩৬১, ঢাকায় ৭০৮, রাজশাহীতে ৩৫৩, খুলনায় ৩৫১, বরিশালে ১৮২, ময়মনসিংহে ২৩৬, সিলেটে ১৭৭ ও চট্টগ্রামে ৬৮৮টি। এর মধ্য ঢাকা -১৭ আসনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে, ২৭টি। আর মাগুরা-২ আসনে সবচেয়ে কম ৪টি মনোনয়নপত্র জমা পড়েছে।
এর আগে ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছিল। সেবার ছিল ৩ হাজার ৮৫৫টি। এ ছাড়া ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে ৩ হাজার ৯৩ জন, ২০০১ সালে অষ্টম সংসদে ২ হাজার ৫৬৩ জন, ২০০৮ সালে নবম সংসদে ২ হাজার ৪৬০ জন এবং দশম সংসদ নির্বাচনে ১ হাজার ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন
Leave a Reply