রায়হান কাজি তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।।ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও প্রশান্ত কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, আনসার ভিডিপি কর্মকর্তা হাসিবুল হাসান, সরকারী কলেজের প্রভাষক জাকির হোসেন তালুকদার, ফজিলতুননেছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার দাস, চাঁদপুর মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি রফিক সাদী, সম্পাদক হেলাল উদ্দিন লিটন, জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. ফারুক, বাজার কমিটির সম্পাদক এম নয়ন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদারসহ বাজার ব্যবসায়ী বৃন্দ।
Leave a Reply