রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া,খুলনা প্রতিনিধি।
মাদক মুক্ত ডুমুরিয়া থানা গড়ার লক্ষ্যে খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের নির্দেশনা মোতাবেক ডুমুরিয়া উপজেলার চুকনগর সদর ওায়ার্ডের নন্দিপাড়া থেকে (৩০০)তিনশত গ্রাম গাঁজা ও ০৮টি চাষাবাদ কৃত গাঁজা গাছসহ ৩ গাঁজা চাষিকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানাযায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার এস আই বিকাশ ও ফোর্স সহ এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান তিনি বলেন গতকাল শুক্রবার ৩০ই জুলাই রাত ১০ টা ৩০ মিনিটের সময়
উপজেলার চুকনগর গ্রামের মৃত্যু সুনীল নন্দির পুত্র
মাদক ব্যবসায়ী ১। প্রভাত কুমার নন্দী (প্রো) (৫৩)
২। লিলি রানী নন্দী (৩৮), স্বামী- প্রভাত কুমার নন্দী(প্রো), উভয় সাং চুকনগর (নন্দীপাড়া), থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা, এক সময়কার পুলিশের কতিথ সোর্স, বহুল আলোচিত চিহৃত অপরাধী পার্শ্ববর্তী যশোর জেলার কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামের মোঃ আবুল কাশেম সরদারের পুত্র ৩।মোঃ রফিকুল ইসলাম সরদার (৫০)দ্বয়কে মাদকদ্রব্য ৩০০ গ্রাম গাঁজা ও ০৮ টি তাজা গাঁজা গাছ সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডুমুরিয়া থানা পুলিশ বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের কে জেলহাজতে পাঠানো হয়েছে,,
Leave a Reply