মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র সহ গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারী) দুপুরে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের উদ্যোগে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয় হলরুমে বিতরণ করা হয়। মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখা বুলবুল আহমেদের সভাপতিত্ব বক্তব্য দেন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইউছুপ জালাল। তিনি জানান, আমাদের লক্ষ সমূহ হইল সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের গরীব দুঃখী মানুষদের পাশে দাড়ানো, তাই আমাদের সংগঠনের সদস্যরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই। সেই চিন্তা চেতনায় আমরা এগিয়ে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন মনিরুল জক বাবু, চেয়ারম্যান ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ, অধ্যক্ষ মোস্তফা কামাল মিলন রুহিয়া টেকনিক্যাল বিজনেসম্যান এন্ড বিএম কলেজ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো ফয়সাল, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আক্তার হোসেন মোল্লা, শফিকুল ইসলাম শফি (প্রভাষক) গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের ঠাকুরগাঁও জেলার শাখার সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
Leave a Reply