ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ।
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে ৮টার সময় রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো: মজিবর রহমান ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বঙ্গবন্ধু প্রেরণা ৭১এ পুস্পমাল্য অর্পণ করেন। পরে সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সপাদক ও পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু ও জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকর্যালী বের করা হয়। শোকর্যালী শহরের প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। জেলা শহরের পাড়া, মহল্লা ও প্রতিটি গ্রামে এই কর্মসুচি পালিত হচ্ছে।
Leave a Reply