কোটচাঁদপুর ( ঝিনাইদহ) রাম জোয়াদার :
কোটচাঁদপুর পৌর শহরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিষয় নিয়ে মাইকিং হচ্ছে। মাইকিং নিয়ন্ত্রত্রে কর্তৃপক্ষে কোন পদক্ষেপ না নেয়ায় এর ব্যবহার দিনদিন ব্যাপক হারে বৃদ্ধিপেয়েছে।
মাইকের শব্দ দূষনে অতিষ্ট হয়ে পড়েছেন পৌরবাসী সবচেয়ে বিপাকে পড়ছে স্কুল -কলেজের ছাত্র- ছাত্রীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌর শহরে স্কুল -কলেজে ভর্তি, নিয়োগ, নিলাম, প্রতিষ্টানের উদ্বোধন, সভা-সমাবেশ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ধর্মীর প্রতিষ্টান সহ হরেক রকমের মাইকিং হচেছ প্রতিদিন, সবচেয়ে বিরাক্তির মাইকিং হচ্ছে।
ডাক্তারি পেশা ও কীটনাশক কোস্পনির মাইকিংয়ে, মাইকিয়ের শব্দে পৌর শহরে বাস করা এখন দুস্কর হয়ে পড়েছে । এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাছে অভিযোগ করার পরেও মাইক ব্যবহার নিয়স্ত্রন আরোপ করা হয়নি।
কোটচাঁদপুর পৌর শহরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিষয় নিয়ে মাইকিং হচ্ছে। মাইকিং নিয়ন্ত্রত্রে কর্তৃপক্ষে কোন পদক্ষেপ না নেয়ায় এর ব্যবহার দিনদিন ব্যাপক হারে বৃদ্ধিপেয়েছে। মাইকের শব্দ দূষনে অতিষ্ট হয়ে পড়েছেন পৌরবাসী সবচেয়ে বিপাকে পড়ছে স্কুল -কলেজের ছাত্র- ছাত্রীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌর শহরে স্কুল -কলেজে ভর্তি, নিয়োগ, নিলাম, প্রতিষ্টানের উদ্বোধন, সভা-সমাবেশ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ধর্মীর প্রতিষ্টান সহ হরেক রকমের মাইকিং হচেছ প্রতিদিন, সবচেয়ে বিরাক্তির মাইকিং হচ্ছে। ডাক্তারি পেশা ও কীটনাশক কোস্পনির মাইকিংয়ে, মাইকিয়ের শব্দে পৌর শহরে বাস করা এখন দুস্কর হয়ে পড়েছে । এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাছে অভিযোগ করার পরেও মাইক ব্যবহার নিয়স্ত্রন আরোপ করা হয়নি।
Leave a Reply