কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥
চাকুরির পাশাপাশি গান গেয়ে সাড়া জাগিয়েছেন কন্ঠ শিল্পি মনির মুন্না। তিনি গেয়েছেন টাইটেল সং, ইসলামী সংগীত, সলো গান। মানুষের ভালবাসা আর দোয়া পেলে সামনের দিনে আরো ভাল কিছু করতে চান তিনি।
কন্ঠ শিল্পি মনির মুন্নার পুরো নাম মনিরুল ইসলাম, নেক নাম মনির মুন্না। বয়স-৩২, পিতা-মৃত মোবারক হোসেন। মুন্না এস এস সি পাশ করেন কোটচাঁদপুর পাইলট বালক বিদ্যালয় থেকে। এরপর এইচ এস সি পাশ করেন কেএমএইচ ডিগ্রী কলেজ থেকে। অনার্স মাস্টার্স করেন ঢাকা তিতুমির কলেজে। ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন পাড়ার বাসিন্দা তিনি। লেখা-পড়া জীবন থেকে গান গাওয়া। সেই থেকে চলছে। স্থানীয় ছোট, বড় স্ট্রেজে গান গেয়েছেন। ভালবাসা পেয়েছেন মানুষের। সে অনুপ্রেরণায় মনির মুন্না গেয়ে চলেছেন আজো। মনির মুন্না রেলওয়ের একজন কর্মচারি। চাকুরির পাশাপাশি তিনি গান গেয়ে সাড়া ফেলেছেন সাংস্কৃতিক অঙ্গনে ও নেট দুনিয়া ইউটিউবে। সম্প্রতি তার গাওয়া গান “কেন বারে বারে’’ সাড়া জাগিয়েছেন ইউটিউব সহ সংগীত অঙ্গনে। গানটির গীতিকার মাহবুব রহমান। আর সুর দিয়েছেন শামীম মাহবুদ। মুশফিক লিটুর সংগীতে জি সিরিজ ও অগ্নিবীণার ব্যানারে এ গানটি রিলিজ হয়েছে। এ গানের সহযোগি শিল্পি রয়েছেন বৃষ্টি। যে গানটি রাঙ্গামাটি ও ঢাকাতে সুটিং করা হয়েছে। এতে মডেলিং করেছেন আদর ও ব্যাচেলর পয়েন্টের লামিয়া লাম। মনির মুন্না ইতোমধ্যে গেয়েছেন সিনেমা, নাটকের টাইটেল গান, সলোগান ও ইসলামী সংগীত। যার মধ্যে রয়েছে নাটকের টাইটেল সং পুড়ছে মন। এরপর ডুয়েট জানুক সর্বলোক। এ গানে সহযোগি শিল্পী ছিলেন মোহনা। তারপর রয়েছে নারী দিবস উপলক্ষ্যে নারী গান। যা ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। ইসলামী গান রয়েছে “ইয়া নবী সালাম আলাইকা’’। এ ছাড়া মাদক সচেতনতা নিয়ে মাদক নেশা রয়েছে। তিনি বলেন, বর্তমানে আরো কিছু গান রিলিজের অপেক্ষায় রয়েছে। যার মধ্যে “এ কেমন আসে দিন, নাকমলি কানমরিম, নিলাম। মনির মুন্না সামনে বিভিন্ন বিষয় ভিত্তিক গান নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। সাথে সাথে মানুষের ভালবাসা, সহযোগিতা আর দোয়া পেলে আরো ভাল ভাল কাজ করতে চান তিনি।
Leave a Reply