শাহাবুদ্দিন আহমেদ :
আগামী ১৬ জানুয়ারী ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।
আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাসের কাছ থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সাংবাদিক আফজাল হোসেন চাঁদ একজন সৎ, সদালাপী, মিষ্টভাষী, পরোপকারী মানুষ। পৌরসভার ২নং ওয়ার্ডের ভোটাররা সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে কাউন্সিলর হিসেবে দেখতে চাই এলাকাবাসী।
ওয়ার্ডের ভোটাররা জানিয়েছে, আফজাল হোসেন চাঁদ একজন ভালো মানুষ। তিনি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডবাসী পৌরসভার সকল সুযোগ-সুবিধা আমরা পাবো। আমাদের ওয়ার্ডে নানা ধরণের সমস্যা আছে। তাই আমরা চাই- সাংবাদিক আফজাল হোসেন চাঁদ আমাদের ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করে ওয়ার্ডের ভোটারদের ভোটে জয়লাভ করুক এবং আমাদের এসকল সমস্যার সমাধান করুক। এই জন্যই তাকে আমাদের ওয়ার্ডে দরকার।
এব্যাপারে সাংবাদিক আফজাল হোসেন চাঁদ জানান, ওয়ার্ডবাসীর অনুপ্রেরণায় আমি কাউন্সিলর পদে নির্বাচন করছি। আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডের সকল প্রকার সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করবো। ইনশাল্লাহ।
Leave a Reply