মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরের গর্ব দেশের সূর্যসন্তান আজ ২৩ নভেম্বর রবিবার সকাল ৯ টায় হার্টস্টোক করে ঢাকার পপুলার হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা
এডভোকেট মোহাম্মদ আলী পাঠান ইন্তেকাল করেছেন। ইন্নালইল্লাহী………রাজ্বীউন।
তিনি মুক্তিযুদ্ধসহ মাধবপুরের অনেক ইতিহাসের সাক্ষী,হবিগন্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,সাবেক এ,পি,পি,মুক্তিযুদ্ধ চলাকালীন মাধবপু উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহব্বায়ক,উপজেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি,জেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,হবিগন্জ রারের সুনামধন্য আইনজিবী।
আগামীকাল সকাল ১০টায় হবিগন্জ জজকোর্ট মাঠে ১ম, মুক্তিযোদ্ধা সংসদের সামনে ২য় এবং বাদ জোহর মাধবপুর পাইলট হাই স্কুল মাঠে মরহুমের ৩য় জানাযা অনুষ্টিত হবে।
উনার মৃত্যুর সংবাদে পুরো মাধবপুর তথা হবিগন্জ জেলা জুড়ে শোকের ছাঁয়া নেমে আসে।
Leave a Reply