২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ।১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।রবিবার

গজারিয়ায় জোড়পূর্বক বাড়ি দখল,৩৩৩নাম্বারে ফোন দিয়ে সহায়তা গ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ

ওসমান গনি গজারিযার প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে ভোগদখলকৃত বাড়ি জোড়পূর্বক দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি।

 

গত শুক্রবার আনুমানিক ১২ঃ৩০মিনিটে বালুয়াকান্দি গ্রামের দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে।সরেজমিনে ঘুরে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ও অভিযোগকারী শফিকুল আলম মহসিন সূত্রে জানা যায়,বড় বালুয়াকান্দি মৌজাস্থ সি এস খতিয়ান নং ২৩৬,এস এ খতিয়ান নং ১৭৭,১৮০,আর এস খতিয়ান নং৩৫৭,দিয়ারা খতিয়ান নং৮১৭,সি এস দাগ নং২৮০,আর এস দাগ নং৬২৫,দিয়ারা দাগ নং ২০৯৭ রকম নাল/বাড়ী যার সর্বমোট ৭৫শতাংশের অন্দরে ৩৮শতাংশ ভূমি দীর্ঘ ৩২বছর যাবৎ ভোগ দখল করে আসছিল।সেই সাথে প্রভাবশালী আরিফুল ইসলাম পিতা খোরশেদ আলম এর সাথে বিরোধ চলে আসছিল।যার প্রেক্ষিতে ইতিমধ্যে আদালতে পিটিশন দাখিল করেন।আদালত তা মুঞ্জর করে বিবাদী গণকে উক্ত তফসিল বর্নিত ভূমিতে প্রবেশ করতে নিষেধ করে নোটিশও দেন।আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে নিজের মালিকানা দাবি করে জুম্মার নামাজের সময় আরিফুল ইসলাম ২০/২২ জনের একটি দল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে দখল করার জন্য টিনের বেড়া ভেঙ্গে, বিভিন্ন প্রজাতির গাছ পালা কেটে প্রায় ৭০০০০০(সাত লক্ষ) টাকার ক্ষতি সাধন করে,সাইন বোর্ড ও বাহিরে থেকে প্রস্তুত করে আনা একটি টং ঘর স্থাপন করে।এসময় মহসিন এর মা বাঁধা দিতে আসলে তাঁকে লাঞ্ছিত করে, গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয় এবং হুমকি প্রদান করে।

এ বিষয়ে শফিকুল আলম মহসিন বলেন,বাধ্য হয়ে ৯৯৯ নাম্বার কল দেই।ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দখলদার’রা পালিয়ে যায়,এ জমি দীর্ঘ ৩২বছর যাবৎ আমরা ভোগ দখল করে আসছি।

অভিযুক্ত মোঃআরিফুল ইসলাম বলেন,আমি খরিদ সূত্রে এই জমিতে ২২শতাংশ ভূমির মালিক।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান,অভিযোগ পেয়েছি, তদ ন্ত সাক্ষেপে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা সদরের নিকবর্তী গোপালপুর সড়কে কুলখালী নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে দশটায় নিজ বাইসাইকেল যোগে নিজ বাড়ী উপজেলার নুরনগর ইউপির নুরনগর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। এ সময় গোপালপুর মুক্তিযোদ্ধা সড়কে কুলখালী নামকস্থানে নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে সাইকেল সহ পড়ে যান। নির্মানাধীন বক্স কালভার্টের বাহিরে বের হওয়া লোহার রড তার মাথায় ছিদ্র হয়ে ঢুকে যেয়ে এক পাশ থেকে অপরপাশে বের হয়ে যায় পর স্থানীয়রা শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিছুর রহমান মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর প্রেসকাবের সাবেক সভাপতি আকবর কবীর বলেন কিছুদিন পূর্বে এই বক্স কালভার্ট তৈরী করতে যেয়ে একই সড়কে মোমিন মল্লিক নামে এক শ্রমিক মারা যান। তিনি আরও বলেন  নির্মানাধীন বক্স কালভার্টের  ঠিকাদার হিসাবে কাজ করছেন এস এম আবুল বাসার।

নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান সহ সকল সাংবাদিকবৃন্দ, সুন্দরবন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- নিহত নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২৭.৭.২৪

নীলাকাশ টুডের সম্পাদক নুরুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহত।