ওসমান গনি গজারিযার প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে ভোগদখলকৃত বাড়ি জোড়পূর্বক দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি।
গত শুক্রবার আনুমানিক ১২ঃ৩০মিনিটে বালুয়াকান্দি গ্রামের দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে।সরেজমিনে ঘুরে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ও অভিযোগকারী শফিকুল আলম মহসিন সূত্রে জানা যায়,বড় বালুয়াকান্দি মৌজাস্থ সি এস খতিয়ান নং ২৩৬,এস এ খতিয়ান নং ১৭৭,১৮০,আর এস খতিয়ান নং৩৫৭,দিয়ারা খতিয়ান নং৮১৭,সি এস দাগ নং২৮০,আর এস দাগ নং৬২৫,দিয়ারা দাগ নং ২০৯৭ রকম নাল/বাড়ী যার সর্বমোট ৭৫শতাংশের অন্দরে ৩৮শতাংশ ভূমি দীর্ঘ ৩২বছর যাবৎ ভোগ দখল করে আসছিল।সেই সাথে প্রভাবশালী আরিফুল ইসলাম পিতা খোরশেদ আলম এর সাথে বিরোধ চলে আসছিল।যার প্রেক্ষিতে ইতিমধ্যে আদালতে পিটিশন দাখিল করেন।আদালত তা মুঞ্জর করে বিবাদী গণকে উক্ত তফসিল বর্নিত ভূমিতে প্রবেশ করতে নিষেধ করে নোটিশও দেন।আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে নিজের মালিকানা দাবি করে জুম্মার নামাজের সময় আরিফুল ইসলাম ২০/২২ জনের একটি দল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে দখল করার জন্য টিনের বেড়া ভেঙ্গে, বিভিন্ন প্রজাতির গাছ পালা কেটে প্রায় ৭০০০০০(সাত লক্ষ) টাকার ক্ষতি সাধন করে,সাইন বোর্ড ও বাহিরে থেকে প্রস্তুত করে আনা একটি টং ঘর স্থাপন করে।এসময় মহসিন এর মা বাঁধা দিতে আসলে তাঁকে লাঞ্ছিত করে, গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয় এবং হুমকি প্রদান করে।
এ বিষয়ে শফিকুল আলম মহসিন বলেন,বাধ্য হয়ে ৯৯৯ নাম্বার কল দেই।ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দখলদার’রা পালিয়ে যায়,এ জমি দীর্ঘ ৩২বছর যাবৎ আমরা ভোগ দখল করে আসছি।
অভিযুক্ত মোঃআরিফুল ইসলাম বলেন,আমি খরিদ সূত্রে এই জমিতে ২২শতাংশ ভূমির মালিক।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান,অভিযোগ পেয়েছি, তদ ন্ত সাক্ষেপে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply