অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা সহ ১জনকে আটক করেছে।
জানা গেছে, ১৩ জুলাই রাত ৯টার টার দিকে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের এর নির্দেশে এসআই ফরিদুজ্জামান (নিরস্ত্র)- এর নেতৃত্বে ও সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়রা ইউনিয়নের ২নং কযরা গ্রামের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী হলেন, কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের রেজাউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৩)।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজনুর রহমান জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Leave a Reply