আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি:
কেশবপুরে সরকারি নির্দেশনা না মানায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় কেশবপুর শহরের ৪ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা কেশবপুর শহর ও সাতবাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply