কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা গ্ৰামের মৃত আমিরের ছেলে মোক্তার কসাই’র (৬৩) লাশ শুক্রবার সকালে (১৩ আগষ্ট) ছালাভরা তালুকদার বাড়ির পশ্চিম পার্শ্বে বাঁশ ঝাড়ের নিকট থেকে উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ।
মৃত ব্যক্তির স্ত্রী সাজেদা খাতুন জানান, আমার স্বামী গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢেকুরিয়া হাটে একটি ছাগল বিক্রি করে বাড়িতে আসে
আসর নামাজের পর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি।
লাশ উদ্ধারে উপস্থিত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএন সরকার বলেন, প্রাথমিক ভাবে লাশের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত কেউই থানায় অভিযোগ দায়ের করেনি।
Leave a Reply