উন্ব্যা্যা্যা্য্যা্যা্যা্যা্য্যা্
সলাম শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আলী আতোয়ার তালুকদার ফজু।
মঙ্গলবার বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে নৌকা মার্কার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভার সভাপতি উমর হায়দার বাচ্চুর সভাপতিত্বে এলাকার গণ্যমান্য বক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার গোলাম ইয়াছিন, আলহাজ্ব শহিদুল ইসলাম, তোতা মিয়া, দুদু মিয়া, নজরুল ইসলাম বাদশা, ইনছান আলী, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, আলহাজ্ব এরফান আলী, নানু মিয়া, রফিকুল ইসলাম, মুন্টু মিয়া, আলী হাসান মিঠন প্রমূখ।
Leave a Reply