কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
আজ যখন পশ্চিম বাংলার তৃনমূল দলের পক্ষ থেকে খেলা দিবস হিসেবে পালন করার ডাক দিয়েছেন। ঠিক তখনই পশ্চিম বাংলার বিজেপির পক্ষ থেকে পশ্চিম বাংলা বাচাও এর ডাক দিয়ে রাস্তায় নেমেছে। আজ পশ্চিম বাংলার সদর দপ্তর রানী রাসমণি থেকে মিছিল বের করে যখন এগিয়ে যেতে থাকে তখনই রাজ্যের বিজেপির নেতৃত্বের গতি রোধ করে পুলিশ। সেই সময় পুলিশ সাথে বচসা বাধে যায় বিজেপির রাজ্য নেতৃত্বের। এবং পুলিশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে বিজেপির রাজ্য নেতৃত্ব। এবং তারা মেয়ো রোডের গান্ধী মুর্তির পদদেশে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ সেখান থেকে পশ্চিম বাংলার রাজ্যের বিজেপির নেতা শ্রী দিলীপ ঘোষ এম পি এবং পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মতি দেবশ্রী বন্দোপাধ্যায় কে গ্রেফতার করা হয়। এই ঘটনার জেরে তুলকালাম শুরু হয়ে রাজ্যের রাজ্যের রাজধানীতে।।

Leave a Reply