[english_date]।[bangla_date]।[bangla_day]

ধামইরহাটের গ্রাম গঞ্জে বেওয়ারিশ কুকুরের উৎপাৎ বৃদ্ধি পেয়েছে। 

নিজস্ব প্রতিবেদকঃ

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ), প্রতিনিধিঃ-

 

নওগাঁর ধামইরহাট সদরস্হ সহ গ্রাম গঞ্জে ভয়াবহ মাত্রায় বেওয়ারিশ কুকুরের উৎপাৎ বৃদ্ধি পেয়েছে । ইতোমধ্যে উপজেলার চকিলাম গ্রামে একই দিনে ১জন মানুষসহ ৭টি ছাগল ও ২টি গরুকে কামড়িয়ে আক্রান্ত করেছে। ঐ দিন পার্শবর্তি গ্রাম দূর্গাপুরে ৩টি গরুসহ ৫টি ছাগলকে কামড় দিয়ে গুরুতর জখম করে। এনিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। জলাতঙ্ক থেকে রক্ষার জন্য র্্যাবিস ভ্যাকসিন গ্রহন করেছেন চকিলাম গ্রামের হাদিবুল ইসলামসহ অনেকে। এসব বেওয়ারিশ কুকুর নিধন উচ্চ আদালতের নির্দেশে ২০১২ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে নিয়ন্ত্রণে কার্যকর ব্যাবস্হা না নেয়ায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাৎ। এলাকাবাসী মনে করেন কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন। সেহেতু কুকুরের বন্ধ্যাকরন টিকা দেয়া একান্ত প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মত পোষন করেছেন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *