[english_date]।[bangla_date]।[bangla_day]

একই দিনে তিন বীরের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ।

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে একই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান তিন বীর মুক্তিযোদ্ধাকে হারালো সরিষাবাড়ীবাসী। ১১আগষ্ট তিন বীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

 

গত বৃহস্পতিবার (১২ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ এর তত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

জানা যায়, উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শমশের আলী (৭৫), অপরদিকে ৪নং আওনা ইউনিয়নের স্থল গ্রামের মৃত পাশান আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা ছামছুর হক (৬৩), একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান (শহিদ কমান্ডার) (৬৫) মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি——–রাজিউন)। বার্ধক্যজনিত কারনে তাদের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁরা আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

 

এসময় অনান্যদের মধ্যে উপস্তিত ছিলেন তারাকান্দি তদন্তকেন্দ্র ইনচার্জ আব্দুল লথিফ ও পুলিশ বাহিনীর সদস্যরা। আরো উপস্থিত বীর মুক্তিযোদ্ধা কে এম ছানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছামাদ, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সেজনুসহ শত শত মুসুল্লিরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *