[english_date]।[bangla_date]।[bangla_day]

আত্রাইয়ে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ৭।

নিজস্ব প্রতিবেদকঃ

আল আমিন মিলন, আত্রাই, প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষে মাধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। বুধবার উপজেলার বান্দাইখাড়া দরগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।

 

জানা যায়, ওই গ্রামের নজরুল ইসলাম ও তার ওয়ারিশরা দীর্ঘদিন থেকে জমি ভোগ দখল করে আসছেন। একই গ্রামের মজিবর রহমান ও তার ওয়ারিশরা ওই জমির মালিকানা দাবি করেন। বুধবার সকালে মজিবর রহমান তার লোকজনসহ জমিতে ধান রোপনের জন্য যান। এ সময় নজরুল ইসলাম তার লোকজনসহ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নজরুল ইসলাম (৪৮), তার ছেলে ফায়সাল (১৬), মোসলেম উদ্দিনের ছেলে জিল্লু (৪৫), মোজাহারুল ইসলাম (৫০), নূর মোল্লা (৬০) এবং প্রতিপক্ষের মজিবর রহমান (৬০) তার ছেলে সিরাজুল ইসলাম (৩৮) ও মজনু (৩৫) আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতদের মধ্যে নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মারামারির ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *