[english_date]।[bangla_date]।[bangla_day]

আনোয়ারায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সংশয়।

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ আবদুল্লাহ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ।

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার দ্বিতীয় চালান এখনও না আসায় প্রথম ডোজ নেওয়া অনেকেই সময়মতো দ্বিতীয় ডোজের টিকা পাওয়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। যথাসময়ে কি দ্বিতীয় ডোজ পাবেন তা নিয়ে শঙ্কায় আছেন তারা।

 

বুধবার (১১ আগস্ট ) আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, রেজিস্ট্রেশন অনুযায়ী দ্বিতীয় ডোজের নির্ধারিত তারিখ পার হওয়ার পরও তারা এসএমএস পায়নি । টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন তারা। তাদের নিশ্চিত করে কিছু বলাও হচ্ছে না।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা মোহাম্মদ ওমর জানান, আমার প্রথম ডোজ দেয়ার ২৮ দিন পর তারিখ দেয়া হয় দ্বিতীয় ডোজ গ্রহণ করার কথা। আজসহ চার-পাঁচ দিন এখানে আসার পরও কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। কেবল বলছে, এসএমএস না পেলে টিকা দেওয়া যাবে না। কবে এসএমএস পাবো বলেন?

এরকম অনেক মানুষ প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন বলেন, প্রথম ডোজ দেয়ার ২৮ দিন পরে যে কোনো দিন দ্বিতীয় ডোজ দেওয় হয়। দ্বিতীয় ডোজের টিকা এ মুহূর্তে হাতে নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ হাজার ৪৮৪ জন দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন।তবে ১৪ তারিখের পরে টিকা আসবে পারে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *