[english_date]।[bangla_date]।[bangla_day]

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মাসুদ রানা রাশেদ:

শনিবার (৭ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের স্বাক্ষর প্লাজার হলরুমে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। সায়েদ এন্টারপ্রাইজের প্রোপাইটর সায়েদুজ্জামান সায়েদকে সভাপতি ও লালমনিরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের পুত্র মাহমুদুল হাসান সোহাগকে সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। একরামুল কায়সারের রাবেয়া কন্সট্রাকশন সিএন্ডএফ লাইসেন্সটি সাইনিং অথরিটি এমপি পুত্র মাহমুদুল হাসান সোহাগ। এই নতুন কমিটির অগ্রযাত্রা ও ব্যবসা- বাণিজ্যেও গতিশীলতা আসবে। এ সময় সকল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের মালিকগণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

 

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান সায়েদ বলেন, সমিতির ৫৭সদস্যের মধ্যে ৫১জন কমিটি গঠনে উপস্থিত ছিলেন। কয়েক দিনের মধ্যে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

 

এই কমিটির ২দিন আগে স্থানীয় মিডিয়া কর্মীর উপস্থিতিতে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতকে যথাক্রমে সভাপতি ও সম্পাদক করে বুড়িমারী স্থলবন্দর এ্যাসোসিয়েশনের পৃথক একটি কমিটি ঘোষণা করা হয়েছিল।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *