[english_date]।[bangla_date]।[bangla_day]

কেশবপুরে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান,জেলা যশোর(প্রতিনিধ:

কেশবপুরে অন্তর দাস নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে শিক্ষা উপকরণ ল্যাপটপ কিনতে আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। সোমবার ২৮ আগস্ট সকালে উপজেলা নির্বাহী অফিসার নিজেই ওই ছাত্রের হাতে ২০’হাজার টাকার চেক তুলে দেন।

মেধাবী শিক্ষার্থী অন্তর দাস উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দিনমজুর পবিত্র কুমার দাসের ছেলে। সে ময়মনসিংহ এর ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষের ছাত্র। তার বাবা আর্থিক সমস্যার কারণে ল্যাপটপ কিনে দিতে পারছিলেন না। বিষয়টি ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখার সভাপতি শামীম আখতার মুকুলকে জানান। ঘটনা শোনার পর তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে জানালে ওই ছাত্রকে নিয়ে তার অফিসে যেতে বলেন। যাওয়ার পর মানবিক দৃষ্টিকোন থেকে ওই ছাত্রকে ল্যাপটপ কেনার জন্য ২০’হাজার টাকা প্রদান করেন।
হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে সাধুবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *