নিজস্ব প্রতিবেদকঃ

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বহুল আলোচিত রহস্যজনক নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থীকে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তথ্য – প্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই রাসেল মোল্লা ও এএসআই লাবনী আক্তার উক্ত উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন।
উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন, মঠবাড়িয়া সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ও উপজেলার সবুজ নগর গ্রামের গনি মাঝির মেয়ে লিপি আক্তার, একই কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ও সবুজ নগর গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে আমেনা আক্তার, মঠবাড়িয়া সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী ও মঠবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ড এর বায়জিদ আহম্মেদের মেয়ে ফারিয়া সিদ্দিকা এবং গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ও দক্ষিন গুলিসাখালী গ্রামের সাহাদাৎ মোল্লার মেয়ে মাহাফুজা আক্তার।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নিখোঁজ হওয়া কিশোরীদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে নিখোঁজের কারণ জানা যাবে।
Leave a Reply