নিজস্ব প্রতিবেদকঃ

মাহমুদুল হাসান
রাজৈর মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে মোটরসাইকেলসহ পুকুরে ফেলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
আজ ৩ মে-২০২৩ খ্রিঃ বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
মাদারীপুরের রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুস সালাম (৫০) কে মারধরের অভিযোগ উঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধর শেষে সালাম খন্দকারকে তার মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজৈর উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী ও তার ছেলেদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে রাজৈরমুখী হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, অবরোধকারীদের বুঝিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।
মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুস সালামকে (৫০) পিটিয়ে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় যাঁরা জড়িত, তাঁরা ছাত্রলীগের কেউ নন, তাঁরা ছাত্রলীগ থেকে ‘বহিষ্কৃত’ বলে দাবি করেছে জেলা ছাত্রলীগ। তবে ‘বহিষ্কৃত’ ছাত্রলীগের ওই নেতা-কর্মীদের দাবি, যাঁরা খন্দকার আবদুস সালামের ওপর হামলা করেছেন তাঁরা সন্ত্রাসী। যাঁদের বহিষ্কৃত বলা হচ্ছে, তাঁরা বহিষ্কৃত নন, তাঁরা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মী।
Leave a Reply