নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
খুলনার শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে ও ব্র্যাকের সহযোগীতায় উপকূলীয় জনপদ কয়রায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারী, বুধবার সকাল ১১ টায় কয়রা সদরের সরকারী মহিলা কলেজে এ কার্যক্রম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমান। ব্র্যাকের প্রকল্প এ্যাসিসটেন্ট মোঃ মাহবুবুর রহমান জানান, দিন ব্যাপী কয়রার ২৫১ জন চক্ষুরোগীকে সেবা প্রদান করা হয়েছে। এ ছাড়া ৫৬ জন ছানী রোগীকে অপারেশনের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭ জনকে ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এদের মধ্যে ২০ জন অসহায় মানুষকে বিনামুল্যে চশমা প্রদান করা হয়েছে।
চক্ষু শিবিরে স্বাস্থ্যসেবা প্রদান করেন, চক্ষু বিষয়ে অভিজ্ঞ এমবিবিএস ডাঃ এস এম অনিক।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ১৮/০১/২৩ ইং।
Leave a Reply