নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের উপজেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এ সময় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ সালেহ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার মোঃ মনসুর আহমেদ পাটওয়ারী। নাতে রাসুল সাঃ পরিবেশন করেন শিক্ষক মাওঃ ইয়াকুব মীর। কোরআন তেলাওয়াত করেন মাওঃ হাবিবুর রহমান রাসেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মনসুর আহমেদ পাটওয়ারী। প্রশিক্ষণে ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply