[english_date]।[bangla_date]।[bangla_day]

শৈলকুপায় ফুটবল একাডেমী’র উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘আপনার সন্তানকে মোবাইলে আসক্তি ও মাদক থেকে বাঁচাতে ফুটবল মাঠে রাখুন’ স্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় ‘শৈলকুপা ফুটবল একাডেমী’ নামে একটি ক্রিড়া সংগঠনের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শৈলকুপা প্রাথমিক শিক্ষা মিলনায়তনের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব শ্যামল কান্তি রায় ও শেখ আব্দুস সোবহান। এতে সভাপতিত্ব করেন উপজেলা ক্রিড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক সাধন বিশ্বাস।

অনুষ্ঠানে ক্রিড়া সংগঠক ও মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্চু, হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান,পাইলট উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মহিদুল ইসলাম,মহিলা কলেজের প্রভাষক এনায়েত হোসেন,নাথপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম প্রমুখ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপন করেন গোলাম ফারুক।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানের ফুটবল খেলোয়াড়, সংগঠক যোগ দেয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *