[english_date]।[bangla_date]।[bangla_day]

ঝিনাইদহে বিএনপির শোক র‌্যালি।

নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার ঝিনাইদহ জেলা বিএনপি শোক র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে সকাল ১১টায় শুরু হয়। র‌্যালি শেষে মডার্ন মোড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ^াস ও সাজেদুর রহমান পাপপু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আক্তারুজ্জামান। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ তার বক্তৃতায় বলেন, এখনো সময় আসে ক্ষমতা ছাড়–ন, নইলে পালিয়েও রক্ষা হবে না। তিনি বলেন দেশকে অতল গহব্বরে রেখে হাসিনা বিশাল বহর নিয়ে লন্ডন আমেরিকায় পিকনিক করে এসেছেন। এতে কোটি কোটি টাকা পানিতে পড়েছে। মজিদ বলেন তার এই সফর ব্যার্থ হয়েছে। উল্লেখ্য পুলিশের গুলিতে আব্দুর রহিম, নুরে আলম শাওন প্রধান, শহিদুল শাওন ও আব্দুল আলীম হত্যার প্রতিবাদে এই শোক র‌্যালির আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *