[english_date]।[bangla_date]।[bangla_day]

ঝিনাইদহে সুবীর হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার চাঞ্চল্যকর সুবীর দাস হত্যা মামলার দুই পলাতক আসামি নির্মল দাস ও লিমন জোয়ারদারকে আটক করেছে র‌্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব।

উল্লেখ্য, ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুবীর কুমার দাস খুন হন। গত সোমবার রাত ১টার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এই ঘটনা ঘটে। হামলায় নিহতের পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসও আহত হন।

এ সময় হামলাকারীদের একজন বিমল দাসের ছেলে মিঠুন দাসও আহত হন। তিনি নিহতের চাচাতো ভাই। এলাকাবাসী জানায়, তিন শতক জমি নিয়ে দুই ভাই বিমল ও সত্যপদ দাসের মধ্যে মামলা চলছিল। গত সোমবার আদালতে এই মামলার দিন ছিল। সেখানেই দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *